নতুন দিল্লি, ৭ ফেব্রুয়ারি: আজ দেশজুড়ে শুরু হল টানা তিনদিনের রেশন ধর্মঘট। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদ সহ মোট এগারো দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।
তাদের প্রধান তিনটি দাবি হল মূল তিনটি দাবি হল: ১. জানুয়ারি থেকে বন্ধ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় পাঁচ কিলো চাল-গম। ২. দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে ডাল, তেল, চিনি রেশনের মাধ্যমে সরবরাহের দাবি। ৩. ন্যূনতম মাসিক ৫০ হাজার টাকা আয়ের গ্যারান্টি দিতে হবে রেশন ডিলারদের।
আগামী ৭২ ঘণ্টা চলবে এই ধর্মঘট। এই ধর্মঘটের জেরে দেশজুড়ে লক্ষ লক্ষ রেশন গ্রাহকের ভোগান্তির আশঙ্কা রয়েছে। এদিকে কেন্দ্র সরকার তাদের দাবি না মানলে আগামী ২২ মার্চ ‘সংসদ চলো’ অভিযানে নামবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত বর্তমানে রাজ্যে মোট রেশন ডিলারের সংখ্যা ২০,২৮১ জন। এঁদের মধ্যে ফেডারেশনের আওতায় রয়েছেন ১৭,১২১ জন ডিলার। তাঁরা মঙ্গলবার সকালে দোকান খোলেননি। যার ফলে রাজ্যের ৮ কোটি উপভোক্তা রেশন সামগ্রী থেকে বঞ্চিত থাকবেন।
previous post