23 C
Kolkata
December 23, 2024
দেশ

আজ তামিলনাড়ুতে বন্ধ স্কুল কলেজ, মান্দৌসের জেরে জারি উচ্চ সতর্কতা

নতুন দিল্লি, ৯ ডিসেম্বর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মান্দৌস’। সেজন্য তামিলনাড়ুর ১৩টি রাজ্যে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। এদিকে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার মাঝরাতে সেটি শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে আছড়ে পড়বে। এই ঘূর্ণি ঝড় উপকূল এলাকায় আজ সকালে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আজ দুপুরের পর ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হবে। এমনটাই জানা গিয়েছে মৌসম ভবন সূত্রে। যদিও পশ্চিমবঙ্গে মান্দৌসের তেমন কোনও প্রভাব না পড়লেও সারাদিন আকাশের মুখ ভার থাকবে। যার জেরে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হবে। রয়েছে প্রবল ঝড়ের পূর্বাভাস। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তামিলনাড়ুতে মোতায়েন করা হয়েছে এনডিআরএফের ছয়টি দল।

জানা গিয়েছে, দক্ষিণ ভারতের অনেক জায়গাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টি চলতে পারে। কোনও প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়বে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সতর্কতা জারি করা হয়েছে চেন্নাই, ভিল্লুপুরম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও কুদ্দালোর জেলায়। তামিলনাড়ু সরকার আজ, শুক্রবার সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে।

Related posts

Leave a Comment