October 31, 2025
দেশ

আজ গুজরাত ও হিমাচল প্রদেশ ভোটের ফল প্রকাশ

আহমেদাবাদ, ৮ ডিসেম্বর: আজ বৃহস্পতিবার গুজরাত এবং হিমাচল প্রদেশ বিধানসভা ভোটের ফল প্রকাশ। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে।

উল্লেখ্য, গুজরাতের ভোট হয় দুই দফায়। ১ এবং ৫ ডিসেম্বর। এবং হিমাচল প্রদেশের ভোট হয়েছে নভেম্বর মাসে। এই দুটি রাজ্যে বিজেপি-ই ক্ষমতায় ছিল। গুজরাতে গত ২৭ বছর ধরে একটানা ক্ষমতায় গেরুয়া শিবির। এবার কী হবে সেদিকে তাকিয়ে দেশবাসী।

যদিও হিমাচল প্রদেশে একবার বিজেপি, একবার কংগ্রেস ক্ষমতায় আসে। সেই ট্র্যাডিশনই এবারও বজায় থাকবে কি না, তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ।

গুজরাত এবং হিমাচল প্রদেশ বিধানসভা ভোটের ফল প্রকাশের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যের ছ’টি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেরও ফল জানা যাবে আজ বৃহস্পতিবার।

Related posts

Leave a Comment