আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। সোমবার দুপুরে হেলিকপ্টারে করে গঙ্গাসাগরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এদিনই বাংলাদেশ থেকে ফেরা ৯৫ জন মৎস্যজীবীর সঙ্গে কথা বলতে পারেন তিনি। পাশাপাশি এদিন একাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন মমতা।
আগামী ১০ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এই মেলায় কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে বলেই মনে করছে প্রশাসন। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
previous post
next post