সংবাদ কলকাতা: আজ কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সেখানে কংগ্রেস সরকার গড়ার সম্ভবনা প্রবল। ইতিমধ্যে প্রায় ১২০টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৭৩টি আসনে। জেডিএস এগিয়ে রয়েছে ২৬টি আসনে। মোট ২২৪ টি আসনে নির্বাচন হয়। ২,৬১৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আজ তাঁদের ভাগ্য নির্ধারণ হবে।
একই সঙ্গে আজ উত্তরপ্রদেশেও ভোটের ফল প্রকাশিত হবে। সেখানে দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষিত হবে। এছাড়া ১৭টি পুরসভা নির্বাচনের ফলও প্রকাশিত হবে। এছাড়াও পাঞ্জাবের জলন্ধর লোকসভা আসন, ওড়িশার ঝড়সুগুরা ও মেঘালয়ের একটি বিধানসভা আসনের উপনির্বাচনের ফল ঘোষিত হবে বলে জানা গিয়েছে।
previous post
next post