32 C
Kolkata
April 9, 2025
রাজ্য

আজ উচ্চ মাধ্যমিক, পুরুলিয়ায় প্রস্তুতি তুঙ্গে

পুরুলিয়া: রাত পোহালেই শুরু ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতিও তুঙ্গে। পরীক্ষা কেন্দ্রগুলিতেও শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবছর পুরুলিয়া জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৬৫৬ জন। যা গত বছরের তুলনায় ১ হাজার ৭৩ জন বেশি। পরীক্ষার্থীদের মধ্যে এবছর ছাত্র সংখ্যা ১৭ হাজার ৬২৫ জন এবং ছাত্রী সংখ্যা ১৯ হাজার ৩১ জন। জেলা জুড়ে মোট পরীক্ষা কেন্দ্র ৯২ টি। বিভিন্ন বছরের মতো এবছরও পরীক্ষাকে কেন্দ্র করে কিছু নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে। ৯.৪৫ নাগাদ তাদের প্রশ্নপত্র দেওয়া হবে।

পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন, কোনও বৈদ্যুতিন যোগাযোগের যন্ত্র, স্মার্টওয়াচের নিষেধাজ্ঞা থাকলেও পরীক্ষার্থীরা সাদা বোতলে জল, ট্রান্সপারেন্ট পরীক্ষার বোর্ড, পেন, পেনসিল এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা বিশেষ ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। এবছর প্রত্যেক পরীক্ষা কেন্দ্রেই ক্লোজ় সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি ব্যবস্থা থাকছে। প্রশাসনের তরফে পরীক্ষাকেন্দ্রের ৫০ মিটার জুড়ে ১৪৪ ধারা জারি থাকবে। পরীক্ষার দিনগুলিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাইক্রোফোনের ব্যবহারে। ওই দিনগুলিতে ফটোকপির দোকানগুলি বন্ধ থাকবে বলে নিষেধাজ্ঞায় জানানো হয়েছে। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্য দফতরের বিশেষ শিবির থাকছে। এছাড়াও অসুস্থ পরীক্ষার্থীর জন্য ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিশেষ শয্যার ব্যবস্থা থাকবে। পরীক্ষার দিনগুলিতে যাতায়াত ব্যবস্থা সচল রাখতে জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ ও পরিবহণ দফতর সক্রিয় থাকবে। প্রয়োজনে অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা থাকবে।

Related posts

Leave a Comment