December 27, 2024
কলকাতা

আজকের আবহাওয়া আপডেট

সংবাদ কলকাতা: পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আজ বিকেল থেকে সন্ধের মধ্যে বাংলাদেশেই ল্যান্ডফল। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড় মিধিলি র গতিবেগ হবে ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার। বাংলাদেশের খেপুপারা ও মঙ্গলার মাঝামাঝি এটি স্থলভাগে প্রবেশ করবে।

ঘূর্ণিঝড় মিধিলির থেকে এ রাজ্যে আর কোন বড় ধরনের প্রভাব এর আশঙ্কা নেই। উপকূলের দু এক জেলায় খুব হালকা বৃষ্টি এবং উপকূল সংলগ্ন এলাকায় একটু ঝড়ো হাওয়া ছাড়া আর তেমন কোন প্রভাব পড়বে না।

সতর্কতা শুধুমাত্র মৎস্যজীবীদের জন্য থাকছে আগামী শনিবার সকাল পর্যন্ত। শনিবার সকাল পর্যন্ত উত্তর ও বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর সমুদ্র উত্তাল থাকবে।

রাজ্যের উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর 24 পরগনার সমুদ্র তীরবর্তী এলাকায় দমকা ঝড় হাওয়া থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। আজ রাত অথবা কাল সকাল পর্যন্ত এই ঝড়ো হাওয়া থাকতে পারে বলে মত আবহাওয়াবিদদের।
আগামী তিন চার দিন অর্থাৎ সোমবার পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে। মেঘলা আকাশ কেটে পরিষ্কার আকাশের সম্ভাবনা রবিবার থেকে। ২৪ ঘন্টা পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। রাতের তাপমাত্রা ইতিমধ্যেই তিন থেকে চার ডিগ্রি বেড়ে গিয়েছিল। সেই রাতের তাপমাত্রা আবার ৩-৪ ডিগ্রি কমে স্বাভাবিক হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আবহাওয়া শুষ্ক হলে আর্দ্রতা জনিত অস্বস্তি সামান্য হতে পারে।

সকাল সন্ধ্যা হালকা শীতের আমেজ ফিরলেও এখনও জমিয়ে শীতের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের।

Related posts

Leave a Comment