সংবাদ কলকাতা: আবহাওয়া দপ্তরের ডিউটি অফিসার সুপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি। এই মুহূর্তে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে পুজোর আবহাওয়ার আপডেট দেওয়া হবে। কলকাতার ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম। যেটা আমরা অনুভব করছি, সেটি দুই থেকে তিন দিন বজায় থাকবে। কলকাতার ক্ষেত্রে আগামী দুই থেকে তিন দিন ৩২ থেকে ৩৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে।