সংবাদ কলকাতা: গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫ মিলি। শনিবার বিকাল থেকেই তিলোত্তমায় কমেছে বৃষ্টির পরিমাণ। তবে এখানেই ইতি নয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ছুটির দিন রবিবারেও আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।