সংবাদ কলকাতা : আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল কর্মীরা। মোট ন’টি সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। এই সংগঠনগুলি ব্যাঙ্ক কর্মী এবং আধিকারিকদের বলে জানা গিয়েছে। ফলে পর পর চারদিন ব্যাঙ্ক পরিষেবা পাবেন না গ্রাহকরা। কারণ এই ধর্মঘটের আগের দুই দিন অর্থাৎ ২৮ জানুয়ারি চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ। আর ২৯ জানুয়ারি রবিবারও ছুটির দিন। অতএব ২৮ থেকে ৩১, এই চারদিন ব্যাঙ্ক পরিষেবা পাওয়া যাবে না। এটিএম পরিষেবাও বন্ধ থাকার সম্ভাবনা। কারণ এটিএমগুলির নিরাপত্তাকর্মীদের সংগঠনও এই ন’টি সংগঠনের মধ্যে পড়ে। সেহেতু এই নিরাপত্তা কর্মীরাও ধর্মঘটে অংশ নেবেন।
next post