গৌহাটি: ইন্দো বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ফিল্ম মেগা টু আগামী ২৯ জানুয়ারি রিলিজ হতে যাচ্ছে গৌহাটির জ্যোতি চিত্রাবণ স্টুডিওতে। ফিল্মটিতে অভিনয় করেছেন বরাক উপত্যকার সুসন্তান সিদ্ধার্থ সিনহা। তিনি হাইলাকান্দি জেলার আলগাপুরের উত্তর কাঞ্চনপুর জিপির ডলিডহর গ্রামের বাসিন্দা।
ইতিমধ্যে অনেক ফিল্মে অভিনয় করে বরাকের ছেলে সিদ্ধার্থ সিনহা বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ফিল্মের শুটিং হয়েছে আগরতলা, মেঘালয়, অসমে। একই ফিল্ম বাংলাদেশ ললিত কলা একাডেমিতে রিলিজ হবে সাত আট ফেব্রুয়ারি নাগাদ। সিদ্ধার্থ নিজেই এই ফিল্মটি পরিচালনা করেছেন। সৌজন্যে অভিনেত্রী হিসেবে মুখ্য ভূমিকা পালন করেছেন কিন্নরি গগৈ। ফিল্ম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আশীর্বাদ প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন বিশিষ্ট চিত্র অভিনেতা সিদ্ধার্থ সিনহা।
next post