প্রিয়াশ্রী খাঙ্গার, সংকল্প দে, ১২ ডিসেম্বর: জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের কনফারেন্স রুমে, জয়দেব কেন্দুলী অঞ্চলে অবস্থিত সমস্ত রেজিস্টার্ড ক্লাবকে ডেকে আজ একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে প্রত্যেকটা গ্রামের ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে জানানো হয়, প্রতি বছরের মতো এবছরও অঞ্চল কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে রামপুর গ্রাউন্ডে।
খবরে প্রকাশ, মোট ৮৬টি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। আগামী ১৫ ডিসেম্বর ২০২২ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রতিদিন চারটে করে দলে খেলা হবে। আট ওভারের খেলা হবে বলে ঘোষণা করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। প্রথম ও দ্বিতীয় পুরস্কার হিসেবে রাখা হয়েছে সুদর্শন ট্রফি। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ও মেন অফ দ্য সিরিজের মেডেল হিসেবে রয়েছে সাম্মানিক।
আগামী ২৬শে ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে। এই ক্রিকেট টুর্নামেন্টের যাবতীয় খরচ বহন করবে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত। উল্লেখ্য, এবছর এই টুর্নামেন্ট হবে কি হবে না, তা নিয়ে একটি দোদুল্যমান শব্দ ভেসে আসছিল। তাই সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ঘোষণা করা হল, আগামী ১৫ ডিসেম্বর থেকে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্ট শুরু হওয়াতে এলাকার ক্রীড়াপ্রেমীরা খুবই খুশি।