29 C
Kolkata
April 29, 2025
টিভি-ও-সিনেমা দেশ

আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাচ্ছে প্রভাস-দীপিকা জুটির ‘প্রজেক্ট কে’

হায়দরাবাদ, ১৮ ফেব্রুয়ারি: আজ, শনিবার মুক্তি পেয়েছে ‘প্রজেক্ট কে’ ছবির নতুন পোস্টার। ২০২৪-এর ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দনের জন্মদিনে মুক্তি পাচ্ছে এই দক্ষিণী ছবি। আজ পোস্টার মুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল এই ছবির মুক্তির তারিখ। একাধারে তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে ছবিটি। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন প্রভাস, অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোন।

প্রসঙ্গত প্রভাস ও দীপিকা জুটির এটাই প্রথম ছবি। এই ছবি ঘিরে যথেষ্ট কৌতূহল রয়েছে দর্শকদের মধ্যে। রয়েছে প্রত্যাশাও। এদিকে ‘প্রজেক্ট কে’ ছাড়াও দীপিকার হাতে রয়েছে বেশ কয়েকটি হিন্দি ছবি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ ও রোহিত শেট্টী পরিচালিত ‘সিংহম এগেইন’ ছবির কাজ রয়েছে তাঁর হাতে। এছাড়াও দীপিকা ও অমিতাভ বচ্চন একসঙ্গে হলিউডের জনপ্রিয় ছবি ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেকে কাজ করবেন বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment