April 12, 2025
রাজ্য

আগামী ছয় মাসের মধ্যে রাজ্য সরকার পড়ে যাবে: জিতেন্দ্র তিওয়ারি

দুর্গাপুর, ২ আগস্ট: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পর এবার রাজ্য সরকারের মেয়াদ নিয়ে সুর চড়ালেন বিজেপি যেতে জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন,’ রাজ্য সরকারের মেয়াদ আর মাত্র ছয় মাস। একবার সরকার পড়ে গেলে এই চোররা আর চেয়ারে থাকবেনা।’ এই ভাবেই রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি।
আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার দুর্গাপুরের কল্পতরু ময়দানে একটি জনসভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই সভার প্রস্তুতি বৈঠক করতে জামুড়িয়ার পড়াশিয়ায় আসেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর এলাকার বিজেপি কর্মীদের উজ্জীবিত করতেই এই সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে একপ্রকার তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন তিনি। উল্লেখ্য, গত কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতির মুখেও সোনা গিয়েছিল একই বার্তা।

Related posts

Leave a Comment