24 C
Kolkata
April 17, 2025
কলকাতা

আগামীকাল হোমগার্ড কাশীনাথ পাণ্ডা মামলার পরবর্তী শুনানি

আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচার চাওয়ায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক অস্থায়ী হোমগার্ডকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে খুন ও ধর্ষণের খবর প্রকাশ্যে আসতেই কাশীনাথ বিচলিত হয়ে পড়েন। এরপর এই ঘটনার বিচার চেয়ে ২১ আগস্ট একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। তিনি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলাটি হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে উঠেছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামীকাল ১৮ অক্টোবর।

ওই হোমগার্ডের নাম কাশীনাথ পাণ্ডা। তাঁর বাড়ি হাওড়ার ডোমজুড় এলাকায়। তিনি গত পাঁচ বছর ধরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ বেলঘরিয়া থানায় অস্থায়ী হোমগার্ডের চাকরি করছেন। ভিডিওটি পোস্ট করার পর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে মানসিক নির্যাতন চালানোর অভিযোগ তুলেছেন কাশীনাথ।

যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তাঁদের দাবি, ওই হোমগার্ডের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছিল। সেই কারণেই তাঁকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও তাঁর দাবি, পোস্টটি তুলে নেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছে। তবে তিনি সেই চাপে মাথানত করেননি। এই কারণে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। কাশীনাথের দাবি, জিজ্ঞাসাবাদের কোনও কারণই ছিল না। গত ১০ অক্টোবর কোনও কারণ ছাড়াই তাঁকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়। এরপর ১৪ অক্টোবর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

কাশীনাথ জানিয়েছেন, আরজি কর কাণ্ডের বিচার চেয়ে সমাজমাধ্যমে একটি গানের ভিডিও পোস্ট করেছিলেন তিনি। কাশীনাথ মনে করেন, চাকরি থেকে বসিয়ে দিয়ে তাঁর বাক স্বাধীনতা ও মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে।

Related posts

Leave a Comment