23 C
Kolkata
December 23, 2024
কলকাতা

আগামীকাল শিয়ালদহ-লালগোলা শাখায় ৪টি ট্রেন বাতিল

সংবাদ কলকাতা: আগামীকাল শিয়ালদহ-লালগোলা শাখায় ৪টি ট্রেন বাতিল। এই শাখায় ১০ ঘণ্টার পাওয়ার ব্লক করছে রেল। ১০৬ নম্বর লেভেল ক্রসিংয়ে সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের জন্য শনিবার লালগোলা শাখায় চারটি ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। বদল করা হয়েছে ট্রেনের সময় সূচি। বৃহস্পতিবার রেলের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০মিনিট অবধি পাওয়ার ব্লক থাকবে।

জানা গিয়েছে, ওইদিন বেলডাঙা ও রেজিনগর স্টেশনের মাঝে একটি লোয়ার হাইট সাবওয়ে নির্মাণের কাজ চলবে। তার জন্য শিয়ালদহ-লালগোলা আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। এজন্য ০৩১৮৩ আপ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ও ০৩১৯০ ডাউন লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে।

০৩১৯২ ডাউন লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জারটি লালগোলার পরিবর্তে কৃষ্ণপুর থেকে সন্ধ্যা ৬টা ৫০ নাগাদ ছাড়বে। ০৩১৯৮ ডাউন লালগোলা-শিয়ালদহ মেমু ৩০ মিনিট দেরিতে ছাড়বে। সন্ধ্যা ৬টা ৩৫এর পরিবর্তে ৭টা ৫ নাগাদ ছাড়বে। এছাড়া, ০৩১১৫ আপ শিয়ালদহ-লালগোলা মেমু লালগোলার পরিবর্তে বেথুয়াডহরি পর্যন্ত আসবে। ০৩১৯৬ ডাউন লালগোলা-শিয়ালদহ মেমু লালগোলার পরিবর্তে বেথুয়াডহরি থেকে চালানো হবে। ৩১৭৭৩, ৩১৭৬৯ ও ৩১৭৭১ আপ রানাঘাট-লালগোলা ইএমইউ লোকালগুলি লালগোলার পরিবর্তে পলাশীতে থেমে যাবে। ৩১৭৬৮, ৩১৭৭০, ৩১৭৭৪ ডাউন লালগোলা-রানাঘাট ইএমইউ লোকালগুলি পলাশী থেকে ছাড়বে।

এছাড়া, ৩১৮৬১ আপ কৃষ্ণনগর সিটি-লালগোলা ইএমইউ লোকাল লালগোলার পরিবর্তে পলাশী পর্যন্ত আসবে। ৩১৮৬৪ ডাউন লালগোলা-কৃষ্ণনগর সিটি ইএমইউ লোকাল লালগোলার পরিবর্তে পলাশী থেকে ছাড়বে। ০৩১৯৩ আপ কলকাতা-লালগোলা মেমু স্পেশাল ও ০৩১৯৪ ডাউন লালগোলা-কলকাতা মেমু স্পেশাল ট্রেন দু’টিও চলবে না। এর ফলে নিত্যযাত্রীরা ব্যাপক সমস্যায় পড়বেন। ১৩১১৪ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস লালগোলা থেকে দেড় ঘণ্টা পরে ছাড়বে। বিকেল ৪টে ৫০ মিনিটের এর পরিবর্তে সন্ধ্যা ৬টা ২০তে লালগোলা থেকে ছাড়া হবে।

Related posts

Leave a Comment