32 C
Kolkata
April 9, 2025
দেশ

আগামীকাল দেশজুড়ে ব্যাংক ধর্মঘট,ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও

নতুন দিল্লি: আগামীকাল অর্থা শনিবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এর ফলে মাসের তৃতীয় শনিবার অর্থা আগামীকাল ব্যাংক পরিষেবা পুরোদমে পাওয়ার কথা থাকলেও বঞ্চিত হবেন গ্রাহকরা। ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও।

অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন দাবি, বেশ কিছু ব্যাংকের কর্তৃপক্ষ ও ইউনিয়নের সদস্য আমাদের বেশ কিছু কর্মীর সঙ্গে অন্যায় আচরণ করেছেন । বিনা কারণে বরখাস্ত করা হয়েছে একাংশকে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই শনিবার সারা দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটচালাম জানালেন, ‘প্রতিবাদ, বিক্ষোভ, ধর্মঘট ছাড়া নিজেদের দাবি আদায়ের আর কোনও পথ খোলা নেই আমাদের কাছে, তাই গ্রাহকদের সমস্যা সত্ত্বেও এই পথে হাঁটতে হচ্ছে।

তবে ব্যাংক ধর্মঘট চললেও ডিজিটাল পরিষেবা মিলবে বলেই আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষ। অর্থাৎ এটিএম এবং ই-ব্যাংকিংয়ের কাজ চলবে যথারীতি।

Related posts

Leave a Comment