32 C
Kolkata
August 2, 2025
দেশ

জোহানেসবার্গ থেকে ভারতে আসছে আরও ১২টি চিতা

নতুন দিল্লি: আগামীকাল শনিবার ফের ভারতে আসছে আরও ১২টি চিতা। দক্ষিণ আফ্রিকা থেকে কুনো জাতীয় উদ্যানে আনা হবে এই বিরল প্রাণীগুলি। শুক্রবার রাত আটটায় জোহানেসবার্গ থেকে চিতাগুলির রওনা হওয়ার কথা। ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ গ্নোবমাস্টার কার্গো বিমানে চড়ে আসছে সেগুলি। সব ঠিকঠাক থাকলে আজ শনিবার সকাল ১০টা নাগাদ ভারতের গোয়ালিয়র বিমানবন্দরে পৌঁছবে চিতাগুলি। এরপর কুনো জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হবে। এব্যাপারে গত মাসেই মউ স্বাক্ষর হয়েছে দুই দেশের মধ্যে।

প্রসঙ্গত গত ১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই দিনে প্রধানমন্ত্রীর হাত দিয়ে আটটি চিতা কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয়। নামিবিয়া থেকে আনা সেই চিতাগুলি এখন কুনো জাতীয় উদ্যানে বহাল তবিয়তে রয়েছে। তারা নিয়মিত বিচরণ করছে ও শিকার ধরছে। প্রথম পর্যায়ে সেগুলিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার পর এখন তাদেরকে প্রশস্ত জায়গায় রাখা হয়েছে।

আজ জোহানেসবার্গ থেকে আসা ১২টি চিতাকেও অনুরূপভাবে কোয়ারেন্টাইনে একমাস বিশেষ নজরদারিতে রাখা হবে। সেজন্য বিশেষ এনক্লোজারের ব্যবস্থা করা হয়েছে। যেখানে রয়েছে সিসি ক্যামেরা। প্রতিটি চিতাকে পরানো হয়েছে রেডিও কলার। কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার পর কোনও সমস্যা না হলে সেগুলিকে বড় এনক্লোজারে ছেড়ে দেওয়া হবে।

এই চিতাগুলিকে কুনো জাতীয় উদ্যানে ছাড়ার সময় উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নরেন্দ্র সিং তোমার ও ভূপেন্দ্র যাদব।

Related posts

Leave a Comment