সংবাদ কলকাতা: ভর সন্ধ্যেবেলায় আগরপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। অস্ত্র সহ ৫ জন দুষ্কৃতী এসে বাড়িতে হামলা চালায়। পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রসাদনগর মাতাগিরি হর্ণাপল্লী এলাকায় দিগম্বর সিং নামে এক ব্যবসায়ীর বাড়িতে অস্ত্র নিয়ে আক্রমণ করে বেশ কয়েকজন দুষ্কৃতী। পরিবার নিয়ে এখানে থাকেন তিনি। ঘরের সোনার গহনা সহ টাকা পয়সা লুঠ করে পালিয়ে যায় বলে পরিবার সূত্রের খবর।
বাড়িতে ইলেকট্রিকের কাজ করেছিলেন মাতঙ্গিনি হাজরা এলাকার বছর ২৫-এর বাসিন্দা কালু হেলা। তাকে আটক করে খড়দহ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।