হাওড়া, ১০ সেপ্টেম্বর: প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুর সাক্ষী সলমন খানকে হত্যার চেষ্টার অভিযোগ। সেই তথ্য সংগ্রহ করতে এসে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন সিআইডি আধিকারিকরা। শনিবার হাওড়ার আমতায় আক্রান্ত আনিসের খুড়তুতো ভাই সলমনের বাড়িতে ঘটেছে এই ঘটনা। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল রাতে বাড়িতেই আক্রান্ত হন সলমন। রাত ১টা নাগাদ শৌচাগারে গেলে ঘটে এই ঘটনা। দুষ্কৃতীরা পিছন থেকে ধারালো অস্ত্রের কোপ দেয় তাঁর মাথায়।
জানা গিয়েছে, সলমান খানের বাড়ি আনিসের বাড়ি থেকে ৫০০ মিটারের মধ্যে। সলমন সম্পর্কে আনিসের খুড়তুতো ভাই। সলমনের বাবা জালেম খান অভিযোগ করেন, থানায় নির্দিষ্ট নাম দিয়ে অভিযোগ করেছি। কিন্তু, পুলিশ দুষ্কৃতীরা অজ্ঞাত পরিচয় দিয়ে এফআইআর নিয়েছে। সলমনের উপর এই আক্রমণের ঘটনায় রাজ্যজুড়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সলমনের বাবার অভিযোগ, শাসক দলের লোকেরাই এই কাজ করে থাকতে পারে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা অরূপ রায়।