32 C
Kolkata
August 2, 2025
খেলা

আই লীগের দ্বিতীয় ডিভিশনে খেলতে চায় লাল হলুদ

সংবাদ কলকাতা: আইএসএলএ খেলা ছটি দল আই লিগের দ্বিতীয় ডিভিশন খেলার ব্যাপারে আবেদন জানিয়েছে। এই তালিকায় রয়েছে ইস্টবেঙ্গল। আইএসএল-এ খেলা ইস্টবেঙ্গল আই লিগে খেলার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে। তবে প্রথম ডিভিশনের নয় দ্বিতীয় ডিভিশনে। আসলে লাল হলুদ শিবির চাইছে তাদের রিজার্ভ বেঞ্চে রাখা ফুটবলদের খেলার মধ্যে রাখতে। তাই আই লিগের ডিভিশন ফুটবলে খেলতে চায় তারা। মূল উদ্দেশ্য রিজার্ভ বেঞ্চে থাকা ফুটবলারদের খেলার মধ্যে রাখা।

তবে মোহনবাগান কিন্তু আই লীগের দ্বিতীয় ডিভিশনে খেলতে চায় না। তারা শুধুমাত্র দেশের প্রথম শ্রেণীর ফুটবল টুর্নামেন্টগুলি খেলতেই আগ্রহী।

Related posts

Leave a Comment