April 6, 2025
দেশ

আইপিএলে বাউন্ডারির দৈর্ঘ বাড়ানোর পরামর্শ গাভাস্কারের

জমে উঠেছে আইপিএল৷ রানের পাহাড় গড়ছে কয়েকটা দল৷ সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে৷ এবারের মেগা ইভেন্টে ২৫০-র বেশি রান উঠেছে পাঁচ বার৷ রানের এই উৎসবে চিন্তিত হয়ে গড়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর৷ ব্যাটার ও বোলারদের মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বিতাই দেখা যাচ্ছে না৷ বোলারদের রক্ষা করার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে পরামর্শ দিচ্ছেন লিটল মাস্টার৷ মাঠের দৈর্ঘ্য কম৷ বাউন্ডারিও অপেক্ষাকৃত কাছে৷ ফলে ছয় মারতে বেশি সমস্যা হয় না ব্যাটারদের৷ নির্মম ভাবে প্রহৃত হচ্ছেন বোলাররা৷ বোলারদের রক্ষা করার জন্য বাউন্ডারির দৈর্ঘ্য বাড়ানোর পরামর্শ দিচ্ছেন সুনীল গাভাসকর৷ বিজ্ঞাপনের বোর্ড এবং বাউন্ডারির দডি় আরও কিছুটা পিছনে সরানোর কথা বলেছেন সর্বকালের অন্যতম সেরা ওপেনার৷ গাভাসকরের পরামর্শ, ”ক্রিকেট ব্যাটে পরিবর্তন আনার কথা বলছি না৷ সেগুলো নিয়মের মধ্যেই রয়েছে৷ তবে দীর্ঘদিন ধরে একটা কথাই আমি বলে চলেছি৷ প্রতিটি মাঠের বাউন্ডারির দৈর্ঘ্য বাড়ানো হোক৷ খুব সহজেই বিজ্ঞাপনের বোর্ড আর বাউন্ডারির দডি় পিছনে সরানো সম্ভব৷ তাহলে ক্যাচ আর ছক্কার মধ্যে পার্থক্য করা যায়৷ নাহলে বোলারকেই ভুগতে হবে৷” আইপিএলে পাওয়ার হিটিং উপভোগ্য হয় ঠিকই৷ কিন্ত্ত কখনও কখনও তা একেঘেয়েমির পর্যায়ে পৌঁছে যায়৷ ব্যাটার ও বোলারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাই দেখা যাচ্ছে না৷ গাভাসকর বলছেন, ”গত কয়েকদিন ধরে যা দেখছি তা হল, কোচরা ব্যাটারদের পরামর্শ দিচ্ছেন, এটাই শেষ রাউন্ড৷ আউট হোক বা না হোক, নেমেই ব্যাট চালাচ্ছে ব্যাটাররা৷

Related posts

Leave a Comment