আহমেদাবাদ, ২৭ মে: আগামীকাল ২৮ মে আইপিএল-এর ফাইনাল খেলা। এই খেলায় গুজরাট টাইটান্স-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে চেন্নাই সুপার কিংস। গুজরাটের মোতেরা স্টেডিয়ামে এই হাইভোল্টেজ খেলাকে কেন্দ্র করে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইপিএল -এর ১৬তম এই সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন র্যাপার কিং ও নিউক্লিয়া। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই সমাপ্তি অনুষ্ঠান। দুই ইনিংসের বিরতির মাঝেও চলবে এই বিনোদন উৎসব। তখন পারফর্ম করবেন গায়িকা জোনিতা গান্ধী ও র্যাপার ডিভাইন।
উল্লেখ্য, গত ৩১ মার্চ আহমেদাবাদের এই মোতেরা স্টেডিয়ামেই আইপিএল-এর শুভ সূচনা হয়। সেই উদ্বোধনী অনুষ্ঠান যথেষ্ট জাঁকজমকপূর্ণ হয়েছিল। সেখানে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্ধানারা। খেলার ফাইনালের দিনেও রয়েছে একাধিক চমক! যদিও সমাপ্তি অনুষ্ঠানে সেই জৌলুস কিছুটা কমে যাচ্ছে বলে ধারণা নেটিজেনদের।
previous post