নতুন দিল্লি: মার্কিন এফএ ১৮ সুপার হর্নেটকে হারিয়ে ভারতীয় নৌসেনায় জায়গা করে নিতে চলেছে ফ্রান্সের দাসো এভিয়েশন নির্মিত ২৬টি রাফাল এম যুদ্ধ বিমান। নৌবাহিনীর আইএনএস বিক্রান্তের জন্য যুক্ত হবে এই ২৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান। এব্যাপারে কেন্দ্র সরকার খুব শীঘ্রই পদক্ষেপ করতে চলেছে বলে সূত্রের খবর। সেজন্য ফ্রান্সের সঙ্গে অতি দ্রুত স্বাক্ষরিত হবে একটি চুক্তি। মূলত দেশের নৌবাহিনীর যুদ্ধবিমান বহনকারী রণতরী আইএনএস বিক্রান্তের জন্য এই রাফাল এম যুদ্ধ বিমানগুলি কেনা হবে। বিমানগুলির নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসো এভিয়েশন। আগামী মার্চেই এই চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। কারণ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এই সময় ভারত সফরে আসবেন। তখন দুই দেশ এই চুক্তিতে স্বাক্ষর করবে।
প্রসঙ্গত বর্তমানে ভারতীয় বায়ুসেনার দু’টি স্কোয়াড্রনে রয়েছে মোট ৩৬টি রাফাল ফাইটার জেট। কিন্তু, নৌবাহিনীর ২৬টি অত্যাধুনিক যুদ্ধবিমানের দাবি ছিল দীর্ঘদিনের। মূলত আইএনএস বিক্রান্তের জন্য এই বিমানগুলি খুবই প্রয়োজন। রুশ যুদ্ধবিমান মিগ-২৯কে এবং মিগ-২৯কেইউবি-র বিকল্প হিসেবেই এই বিমানগুলি ব্যবহৃত হবে। সম্প্রতি গোয়ার নৌঘাঁটিতে মার্কিন এফএ ১৮ সুপার হর্নেট ও রাফাল এম, এই দুটি বিমানকে পরীক্ষা করে দেখা হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় রাফাল এম। যা নৌবাহিনীর প্রয়োজন মেটাতে অনেক বেশি সক্ষম হবে রাফাল এম। একথা জানিয়েছেন নৌসেনার এক আধিকারিক।
previous post