April 9, 2025
দেশ

আইআরসিটিসি-র জমি দুর্নীতি মামলায় লালুর বাড়িতে সিবিআই হানা

পাটনা: পশুখাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে একের পর এক দুর্নীতি। লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবার যেন দুর্নীতির সমার্থক শব্দ হয়ে উঠেছে। এবার আইআরসিটিসি দুর্নীতি মামলার তদন্তে সোমবার প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বাড়িতে হানা দিল সিবিআই। একটি জমি কেনাবেচার সঙ্গে আইআরসিটিসি দুর্নীতির যোগসূত্র নিয়ে তদন্তের উদ্দেশ্যেই এই অভিযান। বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয় লালুর স্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবীকে।

জানা গিয়েছে, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম ইউপিএ আমলে লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন তাঁর স্ত্রী রাবড়ি দেবীর বিরুদ্ধে বিহারের বহু যুবককে জলের দরে জমির বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেজন্য শেল কোম্পানির সাহায্যে ৩০ কোটি টাকা মূল্যের জমি মাত্র ৫ কোটিতে কেনা হয়েছে বলে অভিযোগ। সেই জমি যাদব পরিবারের নামে কেনার অভিযোগ রয়েছে। চার্জশিটে তেমনই উল্লেখ রয়েছে। সেজন্য রাবড়িদেবীকে এই মামলার তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে এই ঘটনার তদন্তে ২০২২ সালের ২০ মে পাটনা, দিল্লি-সহ দেশের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। এরপর গত ফেব্রুয়ারি মাসে এই মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী-সহ মোট ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে শমন জারি করে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত। বিচারক গীতাঞ্জলি গোয়েল আগামী ১৫ মার্চের মধ্যে জবাব তলব করেন। দিল্লির আদালতের নির্দেশের পর সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। ফের সেই মামলার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের অভিযোগ, মুম্বই, জব্বলপুর, কলকাতা, জয়পুর এবং হাজিপুর জোনে ২০০৪-২০০৯ সময়কালে গ্রুপ-ডি পদে বেশ কিছু লোককে নিয়োগ করা হয়। এর পরিবর্তে সেই ব্যক্তিরা তাঁদের জমি লালুপ্রসাদের পরিবারের সদস্যদের নামে হস্তান্তর করেন।

Related posts

Leave a Comment