25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

আংটি, মাদুলি, পৈতে সহ ৬-৭ টি ব্যাক্তিগত জিনিস ফিরে পেতে আদালতে মরিয়া মানিক ভট্টাচার্য

সংকল্প দে, ০৫ ডিসেম্বর: ব্যাঙ্কশাল আদালতে নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেন সংক্রান্ত মামলার শুনানি ছিল মঙ্গলবার। জেল হেফাজতের মেয়াদ শেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করা হয়। সেই শুনানি চলাকালীনই আংটি, মাদুলি, পৈতে সহ ৬-৭ টি নিজস্ব ব্যাক্তিগত জিনিস ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন মানিক ভট্টাচার্য।

মানিক ভট্টাচার্য বলেন, ১০ ই অক্টোবর অর্থাৎ প্রায় ১ বছর আগে তাঁকে যখন গ্রেফতার করা হয় সেই সময় তিনি ইডির অফিসেই ছিলেন এবং সেই সময় তাঁর কিছু ব্যক্তিগত জিনিস যার মধ্যে আংটি, মাদুলি, পৈতে এরকম ৬-৭ টি জিনিস গভীর রাতে (রাত ১২ টায়) ইডি অফিসার মিথিলেশ মিশ্র, বিজয় কুমার এবং সুরেন্দ্র কুমার মানিকের কাছ থেকে জিজ্ঞাসাবাদের সময় নিয়ে নিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে তাঁকে সেই জিনিস গুলো ফেরত দেওয়া হবে বলা হলেও সেগুলি তাকে ফেরত দেওয়া হয়নি। মানিকের আরও অভিযোগ, এই জিনিস গুলো সিজার লিস্টে দেখানো হয়নি। এমনকি তাঁর কাছ থেকে এই জিনিস গুলো যে নেওয়া হয়েছে তার কোনো প্রমাণপত্র দেওয়া হয়নি।

এর আগেও একাধিকবার যখন তিনি আদালতে এসেছেন ইডির তদন্তকারী আধিকারিক থেকে শুরু করে পিপিকে (সরকারি আইনজীবী) তিনি জানিয়েছিলেন কিন্তু কোন সুরাহা হয়নি। ফলে আজ ব্যাঙ্কশাল আদালতের মাননীয় বিচারকের কাছে তিনি আবেদন করেন যাতে সেই সমস্ত ব্যাক্তিগত জিনিস গুলো তিনি ফেরত পান।

বিচারক মানিক ভট্টাচার্যকে নির্দিষ্ট জায়গায় ফের আবেদন করার নির্দেশ দিলে মানিক ভট্টাচার্য বলেন, তিনজন ইডি অফিসারের মধ্যে একজন ইতিমধ্যে বদলি হয়ে গেছেন বাকি রাও যদি বদলি হয়ে যান তার ব্যক্তিগত জিনিস পাওয়াটা অসুবিধা হবে। যেহেতু এই জিনিসগুলো সিজার করা হয়নি তাই এই জিনিসগুলো পেতে মরিয়া তিনি।

Related posts

Leave a Comment