সংবাদ কলকাতা: গতকাল বিকালে অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের এক মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ। গতকাল সন্ধ্যায় চারু মার্কেট থানা এলাকায় অভিযোগ দায়ের করেন তিনি। তারপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, মহালয়ায় লেক গার্ডেন্স থেকে নাগেরবাজারের দিকে যাওয়ার কথা ছিল আইনজীবীর। সেই কারণে অ্যাপ ক্যাব বুক করেন তিনি। গাড়িতে ওঠার পর দেখেন গাড়ির এসি বন্ধ। জানলাও বন্ধ। তিনি চালককে এসি চালাতে বলেন। অভিযোগ, চালক তাঁকে কুপ্রস্তাব দেয়। পাশের আসনে বসার প্রস্তাব দেয় তাঁকে। তাতেই কথা কাটাকাটি হয়। তিনি ১০০ নম্বরে ফোন করতে থাকেন। সেই সময় তাঁকে অ্যাপ ক্যাব চালক বাঁধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। বাধ্য হয়ে চলন্ত অবস্থায় অ্যাপ ক্যাব থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই আইনজীবী।
সেসময় লেক গার্ডেন্স ব্রিজের কাছে পুলিশ জড়ো হয়ে যায়। অ্যাপ ক্যাব চালককে হাতেনাতে গ্রেপ্তার করে। এরপর চারু মার্কেট থানায় এফআইআর দায়ের করেন ওই আইনজীবী। অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই ফের গতকাল রাতে তথ্যপ্রমাণ না থাকায় ভারতীয় দণ্ডবিধির 41A এর নোটিসে অভিযুক্তকে ছেড়ে দেয় চারুমার্কেট থানার পুলিশ। তাই এখন বেশ আতঙ্কে আছেন কলকাতা হাই কোর্টের ওই মহিলা আইনজীবী।