কুইন্সল্যান্ড: ফের রক্তাক্ত অস্ট্রেলিয়া। বন্দুকবাজদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ে দুই পুলিশকর্মী-সহ প্রাণ হারিয়েছেন ছ’জন। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
সূত্রের খবর, সোমবার এক নিখোঁজ ব্যক্তির সন্ধানে ওইয়ামবিলা টাউনের একটি বাড়িতে হানা দেয় দুই পুলিসকর্মী। ওই বাড়িতে ঢুকতেই শুরু হয় গুলিবৃষ্টি। ফলে পুলিসকর্মীরা আত্মরক্ষা করার কোনও সুযোগ পাননি, এমনটাই জানিয়েছেন কুইন্সল্যান্ড পুলিশ ইউনিয়নের প্রেসিডেন্ট ইয়ান লিভারস।
জানা গিয়েছে, ওইয়ামবিলা টাউনের বাড়িতে তিনজন দুষ্কৃতী লুকিয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে দুই পুলিশকর্মী যান। তাঁদের দেখেই গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। হামলাকারীদের কাছে ছিল প্রচুর আধুনিক অস্ত্রশস্ত্র।
পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশেষ বাহিনী। তাঁরা হেলিকপ্টার থেকে অভিযান চালায়। তাতে দুষ্কৃতীদের মৃত্যু হয়।
এদিকে দুষ্কৃতীদের গুলিতে নিহতদের মধ্যে দু’জন পুরুষ, একজন মহিলা। এছাড়া, একজন পথচারীরও মৃত্যু হয়েছে। সব মিলিয়ে, সংঘর্ষে মৃত্যু হয়েছে ছ’জনের।
previous post