সংবাদ কলকাতা, ২৯ জানুয়ারি: করোনার টিকা না নেওয়ার জন্য ২০২২ সালে ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি নোভাক জোকোভিচ। তাঁকে রীতিমতো খেলতে দেওয়া হয়নি। সেই অপমানেরই যেন বদলা নিলেন। রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে গ্রিসের প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন। খেলার ফলাফল জোকোভিচের অনুকূলে ৬-৩,৭৫,৭৫।
এবারে অস্ট্রেলিয়ান ওপেনে মাত্র একবার তাঁকে চতুর্থ সেটের লড়াই করতে হয়েছে। বাদবাকি ম্যাচগুলোতে কোনও প্রতিপক্ষই তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেনি। এবারের ট্রফি নিয়ে তিনি মোট ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন।