জোরহাট: অসমের জোরহাটে আচমকা হামলা চালাচ্ছে লেপার্ড। তাতে বনদফতরের কর্মী সহ আহত ১৩ জন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হামলাকারী লেপার্ডের খোঁজ চলছে অসমের জোরহাটে ২০০ বিঘা জমি এলাকায়।
জানা গিয়েছে, ‘রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট’-এর সংলগ্ন জঙ্গলের ভিতর থেকে এই লেপার্ড লোকালয়ে বেরিয়ে আসে। এরপর থেকেই মানুষকে আক্রমণ করতে থাকে সে। ফলে লেপার্ড যে বেশ ভয়ঙ্কর, তা বলাই বাহুল্য। স্থানীয় পুলিশ জানিয়েছে, বনবিভাগের ৩ জন কর্মী সহ ১৩ জনের উপর হামলা করেছে লেপার্ড।
এলাকা জুড়ে ট্র্যাঙ্কুলাইজার নিয়ে লেপার্ডের খোঁজে বেরিয়েছে বনদফতর। লেপার্ডকে অচৈতন্য করে পাকড়াও করার চেষ্টা চলছে।
previous post