সংবাদ কলকাতা: এক নার্সিং পড়ুয়ার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে অশোকনগর স্টেটস্ জেনারেল হাসপাতাল চত্বরে। মৃতের নাম উদ্ভব সরকার (২০)। হাসপাতাল সংলগ্ন মেল নার্সিং ট্রেনিং কলেজের প্রথম বর্ষের ছাত্র উদ্ভব। বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায়। কলেজ সংলগ্ন একটি বাড়িতে ১ নভেম্বর ভাড়ায় থাকতে শুরু করে ঐ পড়ুয়া। আরও তিন জন ছাত্রের সঙ্গে একটি ঘরে ভাড়ায় থাকত সে। তাদের মধ্যে দুজন শুক্রবার বাড়িতে চলে যায়। অপর এক সহপাঠীর সঙ্গে শনিবার রাতে ছিল উদ্ভব। জানা গিয়েছে, উক্ত সহপাঠীর বাড়িও একই এলাকায়। কিন্তু রবিবার সকাল থেকেই নিখোঁজ ঐ সহপাঠী।
বাড়ির মালিক জানান, ঐ দিন সকাল ৭ টার সময় আমি বাড়ি থেকে বেরনোর সময় ঘরে তালা বন্ধ দেখি। তারপর দুপুর ১২টা নাগাদ বাড়ি ফিরেও তালা বন্ধ দেখে আমি কলেজ কর্তৃপক্ষ ও থানাকে জানাই।
খবর পেয়ে পরে পুলিশ এসে খাটের তলা থেকে ছেলেটির মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পাশের ঘরে ভাড়া থাকা পড়ুয়ারা জানায়, আজ সকাল থেকেই ওদের দেখা যায়নি। আমরা ভেবেছিলাম যেহেতু দুজনের বাড়ি একই জায়গায়, তাই হয়তো দুজনে কোথাও ঘুরতে বেরিয়েছে।
এদিকে পুলিশ নিখোঁজ সহপাঠীর খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয় বিধায়ক জানান, আমি চাই পুলিশ যেন দ্রুত তল্লাশি করে উপযুক্ত দোষীর শাস্তির ব্যবস্থা করে।
previous post