বারাসত, ১৮ আগস্ট: র্যাগিংয়ের আতঙ্ক মফঃস্বলেও। অশোকনগরে প্রথম বর্ষের এক ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। সঙ্গে রয়েছে বহিরাগতরাও। অশোকনগরের নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমে ঘটেছে এই ঘটনা। অভিযোগে জানা গিয়েছে, পরীক্ষার মার্কশিট আনতে কলেজে যান ওই পড়ুয়া। সেখান থেকে তাকে কলেজের ইউনিয়ন রুমে ডেকে নিয়ে যান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ছিল বহিরাগতরাও। যারা ওই কলেজের কোনও ছাত্রই নয়। সেখানে গেলেই প্রথমে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর মোট ১৬-১৭ জন মিলে র্যাগিং করে প্রথম বর্ষের ওই ছাত্রকে। এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্র। তিনি অশোকনগর থানায় সমস্ত বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেছেন।
আক্রান্ত ওই ছাত্রের নাম অভিনন্দন মুখোপাধ্যায়। একজন এসএফআই সদস্য। তিনি এসএফআই করেন বলেই তাঁর ওপর শারীরিক নিগ্রহ ও র্যাগিং করা হয় বলে অভিযোগ। এবং তাঁকে তৃণমূল ছাত্র পরিষদ করার জন্য চাপ দেওয়া হয়। আতঙ্কিত হয়ে তাঁর এক সঙ্গীকে ডাকলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এবিষয়ে কলেজের অধ্যক্ষ মিলিন্দ মজুমদার বলেন, আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ জানালেই বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি, ঘটনার দিন প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা খতিয়ে দেখার জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে অধ্যক্ষ দাবি করেন।
next post