গুলিবিদ্ধ হয়ে খুন হন অশোকনগরের গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস। ঘটনাটি ঘটে তাঁরই সবসময়ের ছায়াসঙ্গীর বাড়িতেই। জানাগিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত গোতম দাস। অথচ পুলিশ এখন তার টিকি টাও ছুঁতে পারেনি। তবে এই ঘটনার সঙ্গে আরো দুজন জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে ,খবর ধৃতদের নাম পলাশ শর্মা ও তুহিন দত্ত।
previous post
next post