28 C
Kolkata
August 3, 2025
রাজ্য

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স পরীক্ষায় প্রথম হয়েছেন দুর্গাপুরের সরস্বতী

দুর্গাপুর, ৩ ডিসেম্বর: চরম আর্থিক সংকটের মধ্যে দুর্গাপুরবাসীকে গর্বিত করলেন সরস্বতী রজক (মাহী)। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন দুর্গাপুরের সরস্বতী। এই ঘটনায় মা-বাবা শুধু আপ্লুতই নন, বাকরুদ্ধ প্রায়।

মাহীর বাড়ি দুর্গাপুরের সগড়ডাঙার দেশবন্ধুনগরে। একচালা টিনের ঘরে বাবা, মা ও দাদার সঙ্গে থাকেন সরস্বতী। বাবার কারখানা বন্ধ হয়ে যাওয়ায় চরম দারিদ্র্যতা গ্রাস করে তাঁদের পরিবারকে। তাঁকে পড়ানোর জন্য দাদা পড়াশুনা ছেড়ে দেন। চোখে একরাশ স্বপ্ন। তবুও আর্থিক অনটনের জন্য ভর্তি হন বটানি অনার্সে। পাশাপাশি নিট ও এইমস এন্ট্রান্স পরীক্ষা দিতে থাকেন। তাতেই এসেছে অভূতপূর্ব সাফল্য। সরস্বতী জানান, বাবা, মা ও দাদা তাঁকে পড়ানোর জন্য দিনরাত পরিশ্রম করেন। তাঁদের মুখের হাসি আজ সত্যিই আনন্দিত করেছে সরস্বতীকে।

Related posts

Leave a Comment