November 1, 2025
দেশ

অর্থনৈতিক চুক্তি সম্পন্ন করতে ভারতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Australia's Prime Minister Anthony Albanese arrives at Haneda airport in Tokyo on May 23, 2022, for a summit with the US, Japanese and Indian leaders, known as the Quad. (Photo by CHARLY TRIBALLEAU / AFP)

আহমেদাবাদ: আগামী ৮ মার্চ ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। দুই দেশের মধ্যে একটি অর্থনৈতিক চুক্তি সম্পন্ন করতে ভারতে আসছেন বলে সূত্রের খবর। এই চুক্তির মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আর‍ও বাড়বে। মজবুত হবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক।

আগামী ৮ মার্চ আহমেদাবাদ এসে পৌছবেন অ্যান্টনি আলবেনিজ । প্রধানমন্ত্রী হিসাবে এটাই তার প্রথম ভারত সফর। তাঁর সঙ্গে থাকবেন একাধিক মন্ত্রী ও আমলা। পরের দিন ৯ মার্চ তিনি মুম্বইয়ে যাবেন। এরপর তিনি দিল্লিতে পৌছাবেন। সেখানে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সামনেই জি-২০ সম্মেলন। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজের এই ভারত সফর আন্তর্জাতিক মহলে যথেষ্ট জল্পনা বাড়িয়েছে।

Related posts

Leave a Comment