অযোধ্যা, ২ ফেব্রুয়ারি: অবশেষে এক সপ্তাহ পর নেপাল থেকে অযোধ্যায় পৌঁছাল শালগ্রাম শিলা (Shaligram shila)। এই বৃহদাকার দুই শিলা গন্তব্যে পৌঁছতেই সরযূ নদীর সেতুতে বেজে উঠল ঢোল, চলল ফুলের বর্ষণ, শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি। যে শিলা দিয়ে তৈরি হবে শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর মূর্তি। যা অধিষ্ঠিত হবে অযোধ্যার রাম মন্দিরে।
প্রসঙ্গত সীতাদেবীর জন্মস্থান নেপালের জনকপুরে। গত সপ্তাহে নেপালের সেই জনকপুর থেকে বিশালকার দুটি শালগ্রাম শিলা নিয়ে রওনা হয় দুটি গাড়ি। আজ অযোধ্যায় পৌঁছাতেই সেই শিলাকে নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় উন্মাদনা। সেখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। সেই শিলাকে ঘিরে শুরু হয় বিশেষ পূজা। এরপর শিলা দুটি ‘শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর হাতে সমর্পণ করা হয়। নেপালের কালী গণ্ডকী নদী থেকে এই শিলা তুলে আনতে সাহায্য করে জানকি মন্দির কর্তৃপক্ষ। শিলা দুটি প্রায় ৬০০ বছরের পুরনো। সেখান থেকেই আনা হয়েছে এই শিলা। শিলা দুটি রাম মন্দিরে রাখার বিশেষ ব্যবস্থা রয়েছে।
কীভাবে এই শিলা দিয়ে মূর্তি তৈরি হবে, কোন আদলে তৈরি হবে তার জন্য বিশিষ্ট ভাস্করদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে ‘শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। অবশেষে সেই ভাস্করদের পরামর্শে রামমন্দির ট্রাস্ট এই শিলা গত ১ বছরের চেষ্টায় ভারতে আনে। এরপর এই বিশিষ্ট ভাস্কররা এই শালগ্রাম শিলা দিয়ে শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর মূর্তি নির্মাণ শুরু করবেন।
previous post