27 C
Kolkata
August 1, 2025
দেশ

অযোধ্যায় শুরু হল রামের প্রাণ প্রতিষ্ঠা উৎসব

অযোধ্যা, ২২ জানুয়ারি : আজ, সোমবার প্রভু রামের উদ্দেশ্যে রাম মন্দিরকে উৎসর্গ করার জন্য গোটা অযোধ্যা সেজে উঠেছে। দুপুর ১২টা ৫ মিনিটে শিশু রাম ওরফে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হবে। চলবে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন। তিনি এই উৎসর্গ কার্যে প্রতীকী অতিথি সেবকের দায়িত্ব পালন করবেন।
প্রধানমন্ত্রী বস্ত্র দ্বারা আবৃত রামলালার পর্দা খুলে মূর্তি উন্মোচন করবেন। এরপর একটি সোনার কাঁটা দিয়ে শিশু রামকে কাজল পরিয়ে দেবেন। তারপর কাজল পরানো সেই মুখ আয়নার সাহায্যে রামলালাকে দর্শন করানো হবে।
তার আগে প্রাণ প্রতিষ্ঠার কাজ করা হবে। প্রসঙ্গত প্রাণ প্রতিষ্ঠা হল একটি হিন্দু ধর্মীয় শাস্ত্রের রীতি, যেখানে সাধারণত পুজোর আগে শাস্ত্রবিধি মেনে প্রতিমার ভিতরে ‘প্রাণ প্রতিষ্ঠা’ করা হয়। যতক্ষণ না প্রতিমার ভিতর প্রাণ সঞ্চার করা হচ্ছে, ততক্ষণ প্রতিমার চোখ খোলা হয় না। প্রাণ প্রতিষ্ঠার পর ‘চক্ষুদান’ করা হয়।
এই মহা উৎসবের সমস্তরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। হাজার হাজার ভিভিআইপি অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হতে চলেছে। উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত থেকে শুরু করে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শচিন টেন্ডুলকর সহ বিশ্বখ্যাত তারকারা। গোটা মন্দির বিচিত্র রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। মন্দির চত্বর ও গোটা অযোধ্যা শহরে লাউড স্পিকারের মাধ্যমে ভক্তিমূলক গান পরিবেশিত হচ্ছে।

Related posts

Leave a Comment