সংবাদ কলকাতা: পঞ্চায়েত এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষদের জন্য প্রায় সাড়ে এগারো লক্ষ বাড়ি তৈরির টাকা দেবে সরকার। এই প্রকল্পে কেন্দ্র দিয়েছে ৮ হাজার ২০০ কোটি টাকা। রাজ্য সরকার দিচ্ছে ৫ হাজার কোটি টাকা। যা নিয়ে বিস্তর তরজা শুরু হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এরই মধ্যে বাড়ি তৈরির চূড়ান্ত স্থায়ী তালিকা প্রস্তুত করে ফেলেছে নবান্ন।
জানা গিয়েছে, চূড়ান্ত তালিকা তৈরি হলেও কোনও ব্যক্তির বিরুদ্ধে আবাস যোজনার টাকা পাওয়ার অযোগ্য মনে হলে তদন্ত করে তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। পাশাপাশি, তাঁর নিকট থেকে টাকা ফেরত নিয়ে যোগ্য ব্যক্তিকে দেওয়া হবে।
এদিকে ইতিমধ্যে এ বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছেন, যদি কোনও অযোগ্য ব্যক্তি আবাস যোজনার টাকা পায়, তবে তিনি কেন্দ্র সরকারের দ্বারস্থ হবেন। প্রয়োজনে কোর্টে যাবেন।
তাহলে প্রশ্ন উঠছে, রাজ্য সরকার কি ভয় পেয়ে এমন কঠোর সিদ্ধান্ত নিল? আসলে তা নয়, বর্তমানে রাজ্য সরকারও চাইছে আবাস যোজনার টাকা যেন সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছায়।
