18 C
Kolkata
December 24, 2024
দেশ

অমৃতসর স্বর্ণমন্দিরে ফের বিস্ফোরণ, গ্রেপ্তার ৫

অমৃতসর, ১১ মে: গতকাল ফের অমৃতসর স্বর্ণমন্দিরে বিস্ফোরণ। বুধবার মাঝরাতে তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা মন্দির চত্বর। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভয়ে দিশেহারা অবস্থায় ছোটাছুটি শুরু করেন অনেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আতশবাজির মধ্যে রাসায়নিক দ্রব্য ভরে এই বিস্ফোরণ ঘটানো হয়। এলাকার শান্তি নষ্ট করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনায় সন্দেহজনকভাবে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই নিয়ে গত এক সপ্তাহে টানা তিন বার বিস্ফোরণের ঘটনা ঘটল স্বর্ণমন্দিরে। এর আগে ৬ মে ও ৮ মে এই মন্দিরে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনার এখনও এনআইএ তদন্ত চলছে। এই ঘটনার তদন্তে নেমে পাঞ্জাব পুলিশ যে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে, তারা হল আজাদবীর সিং, আমরিক সিং, সাহিব সিং, হরজিত সিং ও ধর্মেন্দ্র সিং। এছাড়া একজন মহিলাকেও আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে ঘিরে কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল পাঞ্জাবের রাজ্য রাজনীতি। সম্প্রতি ফের সক্রিয় হয়ে উঠেছে খলিস্তানপন্থীরা। এই আবহে অমৃতসরে স্বর্ণমন্দির চত্বরে হিংসা ছড়ানোর পিছনে বৃহত্তর কোনও চক্রান্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে।

এই ঘটনার প্রেক্ষিতে পাঞ্জাবের আপ সরকারের তীব্র নিন্দা করেছেন শিরোমণী গুরুদ্বার প্রবন্ধক কমিটির প্রধান এইচএস ধামি। তিনি এই ঘটনার পিছনে সরকারের অক্ষমতাকেই দায়ী করেছেন। পাশাপাশি দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment