27 C
Kolkata
August 1, 2025
দেশ

অমৃতসর মেলে নাবালিকাকে গণধর্ষণ, ২ জওয়ানের যাবজ্জীবন আর অন্যজনের ১০ বছর কারাদণ্ড

সংবাদ কলকাতা: দেশের মানুষের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে যাঁদের হাতে, সেই রক্ষকই হয়ে উঠল ভক্ষক। অমৃতসর মেলে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় আগেই দোষী সাব্যস্ত হয় ৩ জওয়ান। তাঁদের বিরুদ্ধে এবার সাজা ঘোষণা করল হাওড়ার পাকসো আদালত। দোষীদের দুই জনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, ওই মেল ট্রেনের সামরিক বাহিনীর কামরায় ঘটে এই নারকীয় ঘটনা। হাওড়া আদালতের সরকারি আইনজীবি সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই তিন জওয়ানের মধ্যে দুই জন বিএসএফ কর্মী ও একজন সেনা কর্মী। বিএসএফ জওয়ান বলরাম যাদব ও পঙ্কজ কুমার এবং সেনাবাহিনীর জওয়ান মঞ্জরিশ ত্রিপাঠি।

ঘটনাটি ঘটে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর। হাওড়া থেকে লুধিয়ানাগামী অমৃতসর মেলের সংরক্ষিত সামরিক কামরায় ভুল করে উঠে পড়ে এক নাবালিকা। কিন্তু ওই নাবালিকাকে গাইড করা তো দূরে থাক, বরং জোর করে মদ খাইয়ে দেয় তিন জওয়ান। এরপর ছয়বার ওই নাবালিকাকে ধর্ষণ করে। ঘটনার পর মধুপুর জিআরপি ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে মধুপুর ও হাওড়া জিআরপিতে অভিযোগ দায়ের হয়।

Related posts

Leave a Comment