সুমন মল্লিক, সংবাদ কলকাতা: বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে বঙ্গ বিজেপির নেতৃত্বকে এবার সরাসরি প্রশ্ন বাণে বিদ্ধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার কলকাতা বিমানবন্দরে নেমে সরাসরি তিনি পৌঁছে যান মুরলিধর সেন লেনে বিজেপি-র সদর দপ্তরে। সেখানে বঙ্গ বিজেপি-র নেতৃত্বের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা গ্রহণের পর রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
সূত্রের খবর, তিনি জানতে চান বিজেপি-র তৃণমূল স্তরের সংগঠনের হাল হকিকত। তিনি গর্জে উঠেন। জানতে চান কেন নীচুতলার কর্মীদের কাছে পৌঁছনো যাচ্ছে না? তারপরেই জানতে চান, বাংলায় বামেদের অবস্থা সম্পর্কে। এখন প্রশ্ন উঠছে, কেন বামেদের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন অমিত শাহ?
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামেদের জামানা বাজেয়াপ্ত করে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। কিন্তু তারপর বিভিন্ন নির্বাচনে মানুষ দ্বিতীয় স্থানে বামেদেরকেই জায়গা করে দিয়েছে। এই ঘটনায় চিন্তা বাড়িয়েছে বঙ্গ বিজেপির অন্দরমহলে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
অতঃপর তিনি বিজেপি নেতাদের নির্দেশ দেন, তৃণমূল স্তরে গিয়ে মানুষকে বোঝাতে বাংলায় দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি। বৈঠক শেষে প্রশ্ন করলে, বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কী অলোচনা হয়েছে সেটা বলা যাবে না। তবে খুব শীঘ্রই বাংলায় আচ্ছে দিন আসছে।
next post