সংবাদ কলকাতাঃ শনিবার নবান্নে অমিত শাহের উপস্থিতিতে পূর্বাঞ্চলিয় রাজ্য গুলির সাথে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব সহ আরও অনেকে। এই সভায় মুখ্যমন্ত্রী রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে পুনরায় তোপ দাগেন।
উল্লেখ্য চলতি ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে ফোনালাপের মধ্যমে জানান রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা দেওয়া হয়নি।
মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের ১০০ দিনের কাজের টাকা এবং অন্যান্য খাতের প্রায় ৮ হাজার কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। বারবার সওয়াল করেও কোন কাজ হয়নি।এমনকি তিনি প্রধান মন্ত্রীকে ব্যক্তিগত ভাবেও চিঠি দিয়েছেন। কিন্তু তাতেও কোন কাজ হয়নি।