সংবাদ কলকাতা: ভক্তদের জন্য সুখবর! এবার অমরনাথ যাত্রার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে থাকতে হবে না। বছরের আগস্ট মাসেই ভক্তরা অমরনাথ যাত্রা করতে পারবেন। কারণ সেই সময় পরিবেশ অনুকূল থাকে। অন্যান্য সময় দুর্গম পথ ও বরফ ঢাকা পাহাড়ের কারণে অমরনাথ যাত্রা করা সম্ভব হয় না। অমরনাথ যাত্রা বছরের অন্যান্য সময় বন্ধ থাকে।
তবে কেন্দ্রীয় সরকার এবার উদ্যোগী হয়েছে এই ব্যাপারে। ভক্তরা যাতে সারা বছর অমরনাথ যাত্রা করতে পারেন সেই জন্য নতুন রাস্তা নির্মাণ করা হবে। ২২ কিলোমিটার হবে রাস্তার দৈর্ঘ্য, যার মধ্যে ১১ কিলোমিটার পথ টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। এই রাস্তা নির্মিত হলে সারা বছরই অমরনাথ যাত্রা করতে পারবেন ভক্তরা। সরকার একটি বেসরকারি সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই রাস্তা নির্মাণ করবে। ফেব্রুয়ারি মাসের শেষে দেওয়া হবে টেন্ডার। রাস্তা নির্মাণ করতে আনুমানিক পাঁচ বছর লেগে যাবে।
next post