নিজস্ব সংবাদদাতা, বারাসত: বরখাস্ত করা হল বারাসত(BARASAT) পুলিশ জেলার ডিআইবি(DIB) পদ মর্যাদার ইন্সপেক্টর আশিস বটব্যালকে(ASHIS BATABYAL)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড(ABHISEK BANERJEE) অভিষেক ব্যানার্জিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন।
জানা গিয়েছে, তিনি অভিষেকের কাঁথির জনসভার একটি ছবি পোস্ট করে তীর্যক মন্তব্য করেন বলে অভিযোগ। পোস্টটি করার আগে তিনি লেখেন, তোর চশমাটির দাম কত? কোথা থেকে চোখ দেখিয়ে আনলি? জনতা জানতে চাইছে। যেটি নিয়ে বারাসত সহ গোটা উত্তর ২৪ পরগনা জুড়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে বরখাস্ত করা হয় আশিষ বটব্যালকে।
এই ঘটনায় উক্ত পুলিশ কর্মীর পাশে দাঁড়িয়েছে বিজেপি। বিজেপি কর্মী দীপ্ত কুমার লস্কর বলেন, এটা শুধু আশিস বাবুর প্রশ্ন নয়, বরং সমস্ত জনগণের প্রশ্ন। উনি একজন পুলিশ কর্মী হিসেবে প্রশ্ন করেছেন। এর থেকেই বোঝা যায়, কিছু পুলিশ কর্মী শিরদাঁড়া সোজা রেখে দলদাসত্ব থেকে বেরিয়ে আসতে চাইছেন।
অপরদিকে, তৃণমূলের(TMC) এক কাউন্সিলর বলেন, অভিষেক ব্যানার্জিকে ঘিরে এরকম উক্তি করে তিনি ভুল করেছেন। সরকারি কর্মচারীরা এভাবে তাঁদের মতামত জানাতে পারেন না।
উল্লেখ্য, ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বারাসত জেলা পুলিশ সুপার (BARASAT POLICE SUPER) রাজনারায়ন মুখোপাধ্যায় এব্যাপারে মুখ খুলতে না চাইলেও আশিস বাবুর বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
previous post