25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সংবাদ কলকাতা, ২২ সেপ্টেম্বর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। তবে ইডির FIR খারিজ করল না রাজ্যের উচ্চ আদালত। এখনই অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হওয়ার পরে ইডি কোনও তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি। হাইকোর্টের পর্যবেক্ষণ, তদন্ত চলছে। এই পরিস্থিতিতে অভিষেকের ইসিআইআর খারিজের আবেদন অপরিণত অবস্থায় রয়েছে। তাই এ নিয়ে আদালত এখনই কোনও নির্দেশ দেবে না।

এ প্রসঙ্গে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডঃ শশী পাঁজা বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন – ‘আজকের হাইকোর্টের অর্ডারের পরে এটা পরিষ্কার যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার এই হেনস্থার মাধ্যমে যে তাকে টার্গেট করা হয়েছে, এটা দিনের আলোর মত পরিষ্কার।’

Related posts

Leave a Comment