34 C
Kolkata
April 5, 2025
রাজ্য

অভিষেক বন্দোপাধ্যায়কে ইডির তলব নিয়ে কটাক্ষ কুনালের

সংবাদ কলকাতা, ২৮ সেপ্টেম্বর: অভিষেক বন্দোপাধ্যায়কে ফের ইডি তলব করল। যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে তৃণমূলের অন্দরমহলে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষের পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেন,’ আগামী ৩ ও ৪ অক্টোবর দিল্লিতে তৃণমূলের একটি কর্মসূচি রয়েছে। যা বহু দিন আগে থেকেই ঘোষিত। ওই দুইদিন রাজ্যের শীর্ষ স্থানীয় তৃণমূল নেতারা দিল্লিতে থাকবেন এবং অভিষেকের নেতৃত্বে একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। কেন্দ্র সরকারের নেতৃত্বরা সেটা জানেন। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই প্রতিবাদ কর্মসূচিকে বানচাল করতে চাইছেন বিজেপির নেতৃত্বরা।’ তিনি আরও বলেন,’ আপনারা জানেন কেন্দ্র সরকার বাংলাকে বহুদিন ধরেই আৰ্থিক ভাবে বঞ্চনা করেছে। মূলত, আবাস ও ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের প্রায় ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই তৃণমূল এই কর্মসূচী গ্রহণ করেছে। আর সেই কর্মসূচি যাতে সফল না হয় সেজন্যই কেন্দ্র সরকার ইডিকে দিয়ে অভিষেককে আটকানোর চেষ্টা করছে।

কুনাল ঘোষের এই বক্তব্যকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য নেতৃত্ব। তাদের বক্তব্য, কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা তাদের মতো করেই তদন্ত চালাচ্ছেন। এখানে করোও কোনো প্রভাব চলে না।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এদিন ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কোর্টের মধ্যেই ইডির অফিসারদের তীব্র ভৎসনা করেন বিচারপতি। তার পরেই নড়েচড়ে বসেছেন তদন্তকারী অফিসাররা এবং লিপ্স অ্যান্ড বাউন্স নিয়ে তদন্তের জন্য সোমবার সকালে অভিষেক বন্দোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়।

Related posts

Leave a Comment