24 C
Kolkata
April 17, 2025
দেশ

অভিষেকের সাংসদ পদ খারিজের দাবি জানালেন সৌমিত্র খাঁ

সংবাদ কলকাতা, ১৫ জুলাই: এবার অভিষেকের সাংসদ পদ খারিজের দাবি জানালেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তিনি লোকসভার সাংসদ শ্রী ওম বিড়লার কাছে এই মর্মে একটি চিঠি প্রেরণ করেছেন। দেশের বিচারব্যবস্থার ওপর একের পর এক আক্রমণ, কলকাতা হাই কোর্টের বিচারপতিকে আক্রমণ ও অপমানের অভিযোগ জানিয়ে এই চিঠি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র বাবু। তিনি চিঠিতে বলেন, “সংসদ সদস্য হিসেবে আমাদের কিছু নিয়ম-কানুন মেনে চলা উচিত। যেভাবে অভিষেক ব্যানার্জী WB-এর মাননীয় হাইকোর্টের বিচারপতি ও বিচারব্যবস্থাকে নিয়ে মন্তব্য করেছেন, এটা আমাদের বিচার বিভাগ বা আমাদের সংবিধানের অপমান। শ্রদ্ধেয় লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা জী মহোদয়কে এই মর্মে একটি চিঠি প্রদান করলাম।”

সৌমিত্র খাঁ শুধু স্পিকারকে চিঠি দিয়েই ক্ষান্ত হননি, তিনি আগামী সোমবার অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছেন বলে জানিয়েছেন। এবিষয়ে তাঁর বক্তব্যের ভিডিও সংবাদ মাধ্যমে শেয়ার করেছেন। পাশাপাশি, তিনি সোশ্যাল মিডিয়ায় সেই চিঠির প্রতিলিপি তুলে ধরেছেন। যেখানে তাঁকে সমর্থন জানিয়ে প্রচুর লাইক ও কমেন্ট করেছেন। নিন্দা করেছেন দেশের সাংবিধানিক ব্যবস্থা সম্পর্কে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর ও নিন্দাজনক মন্তব্যের জন্য।

অমিত ব্যানার্জী নামে একজন বলেছেন, “যিনি বিচারপতিকে নিয়ে ওই মন্তব্য করেছেন, উনি সংসদে হাজিরা দেননা। তাই স্পিকার কে, সেটাও হয়তো ভালো করে জানেন না! শুধু নামটি সাংসদ কিন্তু সংসদে তাঁর পারফরম্যান্স ভয়াবহ! তবে এইরকম বলে বারবার পার পেয়ে গেলে ও আগামীদিনে আরও বেশি করে বলবে। কোনও আইন-শৃঙ্খলা মানবে না। এই প্রবণতা ভয়ঙ্কর!” এপ্রসঙ্গে প্রদীপ্ত বহ্নি ঘোষ নামে অন্য আরও একজন মন্তব্য করেছেন, “যে মানুষের পর্যায়ে পড়ে, তাঁকে এগুলো বোঝানো যায়, যে পড়ে না, তাকে বলাটা অর্থহীন”। সুনীল ব্যানার্জী নামে আরও একজন বলেছেন, “আইন বানানো যাঁদের কাজ, মানুষ যাঁদের বিচার ব্যবস্থা ও আইনকে রক্ষা করার জন্য জনপ্রতিনিধি বানিয়েছে, তাঁরা বিচার ও আইন ব্যবস্থাকে নিয়ে এইসব বলতে পারেন না। এতে আমাদের সংবিধানকে অবমাননা করা হয়।”

উল্লেখ্য, ন্যক্করজনকভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ। বিচার ব্যবস্থাকে আক্রমণ। এমনকি হাই কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে প্রকাশ্যে আক্রমণ ও অপমানজনক কথা বলেছেন অভিষেক ব্যানার্জী থেকে শুরু করে রাজ্যের বহু নেতা ও মন্ত্রীরা। কিন্তু এতদিন কেউ সাহস দেখাননি তৃণমূল নেতাদের বিরুদ্ধে সাংবিধানিক বা আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে। অবশেষে সৌমিত্র খাঁ বোধহয় রাজ্যের মানুষের সেই খেদটা বুঝতে পেরেছিলেন। তাই তিনি এবার সরব হয়ে উঠলেন। নেটিজেনরা তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Related posts

Leave a Comment