সুভাষ বৈদ্য, সংবাদ কলকাতা, ২৯ সেপ্টেম্বর: নবান্ন অভিযানকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুলি-মন্তব্যের জেরে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এদিন আহত হন বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। বড়বাজার এলাকা দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁর মাথা ফাটে। তিনি কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঘটনার পর মীনাদেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহত হন একজন পুলিশ অফিসার। পরের দিন এসএসকেএম হাসপাতালে আহত ওই এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আহত পুলিশ অফিসারকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “আমি দেবজিৎবাবুকে বললাম, আপনার জায়গায় যদি আমি থাকতাম, আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলত বা এভাবে যদি পুলিশের উপর আক্রমণ হতো, তাহলে (নিজের কপালে আঙুল ঠেকিয়ে অভিষেক বলেন) আমি এখানে শ্যুট করতাম, মাথার উপরে।”
অভিষেকের এই মন্তব্যের জবাব দিতে গিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, “বাংলার তথাকথিত যুবরাজ, তিনি আগামী দিনে যেটা তৈরি করবেন, সেই তৃণমূলের পুলিশ মানুষের মাথা লক্ষ্য করে, কপাল লক্ষ্য করে গুলি করবে। আজ তিনি তার আভাস দিয়েছেন। ট্রিগার হ্যাপি পুলিশ এটাকে ইংরেজিতে বলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ট্রিগার হ্যাপি পুলিশ বাংলাকে উপহার দেবেন।”
next post