বীরভূম জেলায় নানুর বিধানসভার পাপুড়ি গ্রামে নির্বাচনী জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ে। নানুর বিধানসভার অগণিত মানুষ এই জনসভায় উপস্থিত হয়েছিলেন। আজ পাপুড়ি গ্রাম জন সমুদ্রে পরিণত হয়েছিল।আগামী লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মালের সমর্থনে এই নির্বাচনী জনসভা। এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজ, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য তৃণমূলের নেতা নেতৃবৃন্দ।
previous post