বালেশ্বর, ৫ জুন: বালেশ্বরের বাহানাগায় অভিশপ্ত সেই ট্রেন দুর্ঘটনার পর অবশেষে সেই লাইনে চালু হল ট্রেন। দুর্ঘটনার ৫১ ঘন্টা পর গতকাল রাতে সেই ট্র্যাকে প্রথমে একটি মালগাড়ি চালু করা হয়। এরপর আজ সোমবার সকালে সেই ট্র্যাকে চলে একটি প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনটি বাহানাগা স্টেশন দিয়ে যাওয়ার সময় যাত্রীরা বুকে একরাশ আতঙ্ক নিয়ে দরজা ও জানলা দিয়ে সেই ধ্বংসলীলার ভয়াবহতা অনুভব করার চেষ্টা করেন। ট্রেনটি বাহানাগা স্টেশনের ওপর দিয়ে যাওয়ার সময় খুব ধীর গতিতে চালানো হয়। লাইনের দুই ধারে দাঁড়িয়ে ছিলেন রেল কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। দাঁড়িয়ে ছিলেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। ট্রেনটি বাহানাগা স্টেশন পেরনোর সময় আধিকারিকরা ঈশ্বরের উদ্দেশ্যে হাতজোড় করে মঙ্গল কামনা করেন। কেউ মুখ ছমছমে ভাবে দাঁড়িয়ে ছিলেন।
এদিকে এদিন এই রুটে রেল চালু হওয়ার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘সবাই খুব ভালো কাজ করেছেন। পুরো টিম খুব ভালো কাজ করেছে। যা হয়েছে, তার জন্য আমরা খুবই দুঃখিত। যাঁরা পরিজনদের হারিয়েছেন, তাঁদের জন্য আমরা শোকাহত। কিন্তু আমাদের দুর্ঘটনার মূল কারণে পৌঁছাতে হবে। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। আপনাদের সবাইকে অভিনন্দন। যে দ্রুততার সঙ্গে আপনারা কাজ করেছেন, সেজন্য পুরো টিমকে ধন্যবাদ।’ এদিকে রেলমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি। যে সব পরিবার এখনও তাদের প্রিয়জনদের খোঁজ পাননি, তারা যাতে দ্রুত তাঁদের খুঁজে পেতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’